রাম না জম্নাতেই রামায়ন : সংখ্যা না দেখেই যোগ করে তাক লাগিয়ে দিন সবাইকে

যে সংখ্যা গুলো এখনো লেখা হয় নি তাদের যোগফল কি লেখা সম্ভব?

আপাত দৃষ্টিতে অসম্ভব হলেও অংকের  কৌশলে তাও সম্ভব হতে পারে। অংকের এ
খেলা দেখিয়ে তুমি তুমার বন্ধুদের তাক
লাগিয়ে দিতে পারো।

কিভাবে করবে :-

তোমার কয়েক জন বন্ধুকে ডেকে এনে তাদের একজন কে বোর্ডের উপর একটি ৫ অংকের সংখ্যা লিখতে বলো।

এবার, তুমার বন্ধুদের বলবে যে, এর নিচে আমরা
আরো ৪ টি ৫ অংকের সংখ্যা লিখবো তার
মধ্যে দুটি দেবে তুমরআ আর দুটি দেব আমি ।

তুমার বন্ধু যে ১ম সংখ্যাটি লিখবে তখনই তুমি
আর ৪ সংখ্যা লেখার আগেই ওই ৫ টি সংখ্যা র
যোগ ফল খাতায় লিখে ফেলবে (কিভাবে পারবে সেটা পরে বলছি) এবং শেষ বন্ধু দের সব
গুলো সংখ্যা যোগ করতে বলবে।

এর পর তুমার বন্ধুকে বলবে যে দেখো আমি আগেই তুমাদের যোগফল লিখে রেখেছি।

হ্যা সত্যিই তুমার বন্ধু অবাক হয়ে তাকিয়ে থাকবে কিভাবে এটা সম্ভব??

চলো এবার দেখা যাক কিভাবে করবো

ধরো তুমার ১ম বন্ধু ৫ অংকের একটি সংখ্যা লিখলো  - ৭৪৩২৫

তুমি এখনি তুমার খাতার মধ্যে আরো যে ৪ টি
সংখ্যা লেখাই হয়নি সেটার যোগফল লিখে
ফেলতে পারো।
তুমাকে যেটা করতে হবে সেটা হলো তুমার ১ম
বন্ধুর লেখা সংখ্যা টার সামনে ২ বসাও মানে
২৭৪৩২৫, এর পর ২ বিয়োগ করো মানে
২৭৪৩২৩....  হ্যা এই সংখ্যাটিই তুমাকে
খাতায় লিখতে হবে।

এরপর, তুমার ২য় বন্ধু কে একটা সংখ্য দিতে
বলবে। ২য় বন্ধু সংখ্যা দেওয়ার পর। ৩য় সংখ্যাটি তুমি দিবে।
এখানে উল্লেখ করি যে তুমার বন্ধু যেমন খুশি
তেমন সংখ্যা দিতে পারে কিন্তু তুমি তার নিচের
সংখ্যাটি এমনভাবে লিখবে যেন তার সাথে তুমার সংখ্যার প্রতি অংকের যোগফল ৯ হয়
মানে তুমার ২য় বন্ধু যদি লেখে ৫৭৪৯১(ধরি)

তাহলে তুমি লিখবে ৪২৫০৮। মানে তুমার সংখ্যা আর ২য় বন্ধুর লেখার যোগফল যেন ৯৯৯৯৯ হয়।

এভাবে ৩য় বন্ধু কে ৪র্থ সংখ্যাটি লিখতে বলো
এবং ৫ম সংখ্যাটি লিখবে তুমি। এখন বন্ধুদের
কে যোগফল বের করে বলো দেখবে যোগ ফল
তুমার প্রথম বন্ধুর লেখা সংখ্যার সামনে ২ বসিয়ে মানে
২৭৪৩২৫, এর পর ২ বিয়োগ করো মানে
২৭৪৩২৩....  হ্যা এই সংখ্যাটিই তুমি যেটি খাতায় লিখেছিলে।

যাচাই করে দেখো

১ম সংখ্যা (বন্ধুর লেখা) -৭৪৩২৫
২য় সংখ্যা (২য় বন্ধুর লেখা)-       ৫৭৪৯১(যেকোন সংখ্যা হতে পারে)
৩য় সংখ্যা (তুমার লেখা) -৪২৫০৮(ম্যাচিং)
৪র্থ সংখ্যা (৩য় বন্ধুর লেখা)  -৬৪৫২৯ (যেকোন সংখ্যা হতে পারে)

৫ম সংখ্যা  (তুমার লেখা) - ৩৫৪৭০(ম্যাচিং সংখ্যা)

এবার যোগ করে দেখো.... 

এটা ৭ লাইন বা ৯ লাইন এর জন্য ও সত্য।
৭ লাইন এর জন্য ৩ সামনে রেখে ৩ বিয়োগ করতে হবে.....

কেন হয় এর কম...  দেখো খুজে পাও কিনা?
না পেলে পরে বুঝিয়ে বলব

তো শুভ হোক তুমাদের ভেলকিবাজি

শাওন সিকদার

2 comments:

  1. অসাধারণ আইডিয়া,ধন্যবাদ।

    ReplyDelete