দ্রুত গুন শিখুন : দুনিয়ার সবচেয়ে সোজা নিয়মে যেকোন সংখ্যা গুন করুন, যত বড় সংখ্যাই হোক : পর্ব -২

আগের পোস্ট এ ১১ দিয়ে যেকোন সংখ্যা গুন করার সহজ পদ্ধতি তে সমাধান বের করার নিয়ম নিয়ে কথা
বলেছিলাম।
আজকে বলব যেকোন সংখ্যা এর সাথে যেকোন সংখ্যা গুন কিভাবে দ্রুত করবেন।এটা একদম সহজ আগের নিয়ম থেকে একটু আলাদা।

প্রথমে দেখব ১, ২, ৩ অংক বিশিষ্ট সংখ্যা এর সাথে যেকোন
সংখ্যা গুন :-
এটা সবাই জানেন ৭০ X ৯ = এখানে খালি ৭ X ৯ গুন করে মানে ৬৩ এর সাথে ০ বসিয়ে দিলেই সমাধন পাবো। কি সুন্দর চটপট করে ফেলা যায় তাই না?

কিন্তু যদি বলি ৭৬ X  ৯ =? কি ৩ সেকেন্ড এ করতে পারবেন?
যদি না পারেন তাহলে দেখুন
৭৬ কিন্তু ৭০ এর থেকে ৬ বেশী তাই না? তাহলে
আমরা প্রথমে ৭০ দিয়ে ৯ গুন করবো
একদম সোজা তাই না? ৭ X ৯ = ৬৩ এরসাথে ০ মানে
৬৩০ সাথে ৬ X ৯ = ৫৪ এখন ৬৩০+৫৪= ৬৮৪ হয়ে গেলো  নিচের ছবি দেখুন

এর রকম আরো দেখুন ৩ অংক বিশিষ্ট এর সাথে ১ অংক বিশিষ্ট সংখ্য এর গুন

দুই অংক বিশিষ্ট এর সাথে দুই অংক বিশিষ্ট আরো দেখুন


আরো কিছু দেখুন

সবশেষে কিছু  অনুশীলন করার জন্য দিচ্ছি নিজেকে যাচাই করে নিন -
আশা করি গুন এর ক্ষেত্রে আপনারা অনেক এগিয়েছেন


গুন নিয়ে আমাদের ১ম পর্ব টি পড়তে চাইলে নিচে ক্লীক করুন
১১ এর সাথে যেকোন সংখার গুন ৩ সেকেন্ডে

এখানেই শেষ নয়, বিসিএস বা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষাতে আসা গুন রিলেটেড বিভিন্ন সমস্যা কিভাবে আরো দ্রুত করা যায় সেই Tips গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

ইনশাআল্লাহ আপনাদের গণিতের ভয় কে জয় করবোসে পর্যন্ত আমাদের সাথে কানেক্ট থাকুন
আমাদের ফেসবুক ফ্যান পেজ এ
 OUR FACEBOOK FAN PAGE

2 comments:

  1. কোন সাভাবিক সংখ্যাকে দশমিক সংখ্যাদ্বারা গুন করলে গুন ফল অবশ্যই কমবে কিন্তু এটার কি কোন গানিতিক সংঞ্জা আছে কি?
    উদাহরণ ৫×০.৫=২.৫

    ReplyDelete