গণিত হলো দুনিয়ার সবচেয়ে মজার বিষয়।
কিন্তু আমরা সেটা না বুঝে মূখস্থ করতে গিয়ে
ভয় পেয়ে যাই।
আসলে গণিত একদম সোজা কিন্তু সেটা কঠীন ভাবে সোজা। যাই হোক আমাদের উদ্দেশ্য হলো
গণিত বিষয় টাকে সবার কাছে মজার মাধ্যমে
সোজা করে দেওয়া। সর্বশেষ আপডেট পেতে
আমাদের এই ওয়েব এর উপরে + এ ক্লিক করে
দেখবেন ই-মেইল এর মাধ্যমে ফলো করতে পারবেন এবং নতুন পোস্ট দেওয়া হলে ই-মেইল এ মেইল পাবেন। অথবা আমাদের ফেসবুক
ফান পেজ এ সবশেষ আপডেট পাবেন
আমাদের ফেসবুক ফ্যান পেজ
যাই হোক চলেন শুরু করা যাক কিভাবে অতি সহযেই যেকোন গুল অংক ক্যালকুলেটর ছাড়াই
চটপট মাথার মধ্যেই করে ফেলা যায়।
প্রথমে আমরা ১১ সংখ্যা( (কারণ প্রাইম নাম্বার এর মধ্যে এটা সবচেয়ে প্রিয়।কেন প্রিয় বললে সেটা আপনাদেরও প্রিয় হয়ে যাবে।যাই হোক পরে বলব)) নিবো এবং এর ২ অংক এর যেকোন সংখ্যা গুন করবো
যেমন ১১ X ৩২ =? ৩ সেকেন্ডে বলতে পারবেন??? মনে হয় না
যাই হোক আমি বলে দিচ্ছি আপনারা ৩ সেকেন্ড এর আগেই পারবেন।
১১ X ৩২ এর জন্য = ৩ (৩+২) ২ =৩৫২
এটাই উত্তর [ এখানে ১১ X ৩২
৩২ এর জন্য ৩+২]
এবার ধরেন ১১ X ৭৫ =৭ (৭+৫)৫ = ৭(১২)৫
হায় হায় এখানে তো ৪ অংক হয়ে গেলো
চিন্তার কোন কারণ নাই ১২ এর ১ টা ৭ এর সাথে যোগ করে দিবেন মানে( ৭+১) ২ থাকলো তারপর থাকলো ৫ মানে ৮২৫।
এক্কে বারে সোজা তাইনা
আচ্ছা ২ অংকেরটা তো ভালোই হচ্ছে তাহলে
৩, ৪ বা ৫ অংকের গুলো কি দোষ করল?
না কোন দোষ করে নাই
৩১৪ X ১১= ৩ (৩+১)(৪+১) ৪
মানে ৩৪৫৪
এখন আবার মনে প্রশ্ন জাগছে আরে ভাই
১১ তো হলো ১২, ১৩,১৪,১৫ এইগুলা কি দোষ করেছে?
না ভাই কোন দোষ করে নাই
এটা মাত্র পর্ব-১
আরো পর্ব লিখবো
আপনাদের গণিতের ভয়কে জয় করবো
ইনশাআল্লাহ
সাথে থাকুন। আমাদের ফেসবুক ফ্যান পেজ
Follow Us
Were this world an endless plain, and by sailing eastward we could for ever reach new distances