Showing posts with label বর্গ. Show all posts

কিভাবে ৫ সেকেন্ডে যেকোন সংখ্যার বর্গ এর মান বের করবেন

বর্গ কথাটির সাথে আমরা অনেক ছোট থেকেই
পরিচিত। আমরা বলি বাংলাদেশের আয়তন
১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।আসলে এখানে
আয়তন না হয়ে ক্ষেত্রফল হওয়া উচিৎ। যাই হোক এই বর্গ নিয়ে কিছু মজার টেকনিক আজকে আলোচনা করবো।

প্রথমে আমরা ৫ দিয়ে বিভাজ্য মানে সোজা কথায় যেসব সংখ্যা এর শেষে ৫ আছে সেগুলো
কি ভাবে ক্যালকুলেটর ছাড়াই মাথার মধ্যেই
করে ফেলা যায় -

প্রথমে ধরুন ১৫ এর বর্গ কত?
সবাই এটা মুখে মুখেই বলে দিবেন ২২৫।

কিন্তু এবার ৭৫ এর বর্গ বের করুন।
সময় ৫ সেকেন্ড।
।।।।।
সময় শেষ
পেরেছেন কি? যদি ৫ সেকেন্ড এ চট করে বলে
দিতে পারেন তাহলে ভালো আর যদি না
পারেন তাহলে কি করবেন?

হ্যা ৭৫ এর ৫ এর জন্য = ডানপাশ এ ২৫ নিবেন আর ৭ এর উপরের সংখ্যা দিয়ে ৭ গুন
করবেন। এবং সেটা ২৫ এর আগে লিখে ফেলবেন।ব্যাস কাজ শেষ এটাই আপনার
৭৫ এর বর্গ।

তাহলে কি দাড়ায় - ৭৫=৭*৮ ২৫ =৫৬২৫
এটাই ৭৫ এর বর্গ এর মান।
আবার ১৬৫ এর ক্ষেত্র ১৬*১৭ ২৫=২৭২২৫
এটাই ১৬৫ এর বর্গের মান।

এখন যদি ৫ ছাড়া অন্য সংখ্যা থাকে তাহলে কি
করবো?

যদি ধরেন ২৩ আছে
এখন আমরা ২৩ এর নিচে ০ যুক্ত সংখ্যা নিবো
মানে ২০ নিবো..  এখন ২৩ থেকে আমরা ৩ নিচে নেমে এসেছি ২০ এ। এখন এই ৩  +২৩=
২৬ নিবো। এখন ২৬ কে ২০ এর ২ দিয়ে গুন
করে ৫২০ লিখবো = এর পর। মানে ২৬*২=৫২ আর ০ এর জন্য ০ দিবো মানে ৫২০ হবে..  এখন ২৩ এর ৩ টাকে বর্গ করবো মানে ৯ হবে
এখন ৫২০+৯=৫২৯ এটাই ২৩ এর বর্গমূল।

আশা করি এখন আপনারা অতি সহযেই মাথায়
মধ্যেই ক্যালকুলেটর ছাড়াই বর্গ বের করতে পারবেন
এরকম আরো গণিত ও বিজ্ঞান বিষয়ক Tips & Trick পেতে আমাদের ফেবু পেজ এ লাইক দিতে পারেন

আমাদের ফেসবুক ফ্যান পেজ

ফেসবুকে আমি মো: শাওন সিকদার