ক্যালেন্ডার গণনা : সহযেই বের করুন ছোট একটা ট্রীক এর মাধ্যমে

আমাদের আশেপাশে এমন অনেকেই আছে যারা ক্যালেন্ডার না দেখেই বলতে পারে কোন তারিখ কি বার!! তাদের সেই লুকোনো বিদ্যা এবার আপনিও জেনে নিন ৷

শুরুতে সপ্তাহের দিনগুলোকে সিরিয়ালি নাম্বারাইজ করি:

শুক্রবার এর জন্য ০
শনিবার এর জন্য ১
রবিবার এর জন্য ২.....এভাবে বৃহস্পতিবার এর জন্য ৬ ৷

এবার আপনাকে যা করতে হবে এই বছরের জন্য নিচের মান গুলো মনে রাখতে হবে:

জানুয়ারী - ৫

ফেব্রুয়ারী- ১

মার্চ- ১

এপ্রিল- ৪

মে- ৬

জুন- ২

জুলাই- ৪

আগস্ট- ০

সেপ্টেম্বর- ৩

অক্টোবর- ৫

নভেম্বর- ১

ডিসেম্বর- ৩

এখন আপনাকে যদি ২০১৫ সালের অমুক মাসের অমুক তারিখে কি বার পড়ে তা বের করতে বলা হয় , তাহলে ঐ মাস সংশ্লিষ্ট সংখ্যাকে(উপরে প্রদত্ত) উক্ত তারিখের সাথে যোগ করে নিবেন । এরপর যোগফলকে ৭ দিয়ে ভাগ দিবেন । ভাগ দেয়ার পরে যত সংখ্যা ভাগশেষ থাকবে , তত নাম্বার দিনটিই ঐ তারিখের বার!!! 

যেমন— আপনাকে যদি বলা হয় মে মাসের ১২ তারিখ কি ?? 
তাহলে এই ১২ তারিখের সাথে যোগ করুন মে মাস সংশ্লিষ্ট সংখ্যা ৬ (উপরে দেয়া) । ১২+৬=১৮। এই কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৪ ই থাকে। আর ৪ নাম্বার দিন হল মঙ্গলবার (হুম আজকেই  ) ৷

প্রশ্ন হল, এই মাস সংশ্লিষ্ট সংখ্যা কিভাবে বের করা হল: 

☞২০১৫ সালের ক্যালেন্ডার হাতে নিন।

☞দেখুন জানুয়ারি মাসের প্রথম দিনটি বৃহস্পতিবার, অর্থাৎ ৬ নম্বর দিন। ১ এর সাথে যত যোগ করলে উক্ত মাসের প্রথম দিনটির নম্বর পাওয়া যায় তত সংখ্যাই ঐ মাস সংশ্লিষ্ট সংখ্যা। অর্থাৎ এই বছরের জানুয়ারির জন্য তা ৫ ৷ (কেবলমাত্র যোগফল ৭ হলে তার মান ০ ধরে নিতে হবে, যা শুক্রবার এর মান সংখ্যা) ৷৷ 

‪#‎Deep_Tea‬
SCI-TECH infinity

5 comments: