Collected post সংখ্যার জন্য ভালোবাসা

সংখ্যাতত্ত্ব একটি অত্যন্ত মজার
বিষয়।কিন্তু আমাদের
শিক্ষাব্যবস্থার কারণেই আমরা এই
মজার বিষয় থেকে দূরে থাকি।আসুন
কিছু নিছক মজার সংখ্যার মজার
বিষয় নিয়ে মেতে উঠি।

১)যে সংখ্যার শেষে ৫ আছে তা
কে বর্গ করার পদ্ধতিটা অনেকেরই
জানা।এই সকল সংখ্যার শেষে ২৫
বসিয়ে ৫ এর আগে যেই সংখ্যাটা
আছে তার পরের ক্রমিক সংখ্যার
সাথে গুন করতে হবে।যেমন ৬৫ এর
বর্গ = ৪২২৫।
এখানে শেষ দুই সংখ্যা ২৫ এবং
আগের দুই সংখ্যা ৪২ যা কিনা
তার প্রথম সংখ্যা ৬ এবং তার পরের
সংখ্যা ৭ এর গুণফল।
তবে এটা কোন অলৌকিক বিষয়
না।খেয়াল করুন যেকোন এই ধরণের
সঙ্খ্যাকে ১০n+৫ আকারে লেখা
যায়।এখানে (১০n+৫)^২=১০০*n^২+১০০n
+২৫ =১০০n(n+1)+২৫।(রহস্য উন্মোচিত।:) )
২)এবার কিছু গুন লক্ষ্য করুণ।
১১*১১= ১২১
১১১*১১১=১২৩২১
১১১১*১১১১=১২৩৪২৩১
১১১১১*১১১১১=১২৩৪৫৪৩২১
.............................................
.............................................
১১১১১১১১১*১১১১১১১১১=১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১
কি মজার না।প্রত্যেক বার ই কি
সুন্দর প্যাটার্ন এর সংখ্যা পাওয়া
যাচ্ছে।এর রহস্য আসুন উন্মোচিত করা
যাক।
চলুন ফিরে যায় ছেলেবেলার গুণ
করার পদ্ধতিতে।
১ ১ ১
১ ১ ১*
_________
১ ১ ১
১ ১ ১ *
১ ১ ১ *
_______________
১ ২ ৩ ২ ১
বিষয়টা বোধ করি ধরতে
পেরেছেন!!!!!!!!!:)
আর যে সংখ্যাগুলো গুণফল
হিসেবে পাব তার একটি গাল ভরা
নাম আছে।টামটা নাম্বার।আসলে
যে সব সংখ্যাকে উলটো করে
লিখলেও ঐ সংখ্যা পাওয়া যায়
তাকে টামটা নাম্বার বলে।

[[পোস্ট টি বিজ্ঞান.কম থেকে সংগ্রহ করা
সবকিছু অপরিবর্তিত রাখা হলো]]

1 comment:

  1. খুব সুন্দর। অনেক ভাল লাগল। আশা করি এই রকম পোস্ট আর পাব। সময় থাকলে আমার desh online store সাইটে ঘুরে আস্তে পারেন।

    ReplyDelete