গণিত যে কত মজার বিষয় তা এর ভিতরে না ঢুকতে পারলে কেউ বুঝতে পারবেন না।
যাই হোক আজকে আমরা দেখবো ১=-১ এর প্রমাণ।
হায় হায়... এটা কি বলে ১=-১ ও আবার হয় নাকি।
হ্যা হয় কিন্তু কিছু ভূল এর মাধ্যমে হয়। চলুন প্রমাণ করি ১= - ১। এবং যদি পারেন তাহলে ভূল খুজে বের করুন।
1 = - 1 এর প্রমাণ :
কি হা হয়ে গেলেন? হওয়ার ই কথা। এখন দেখুন কোথায় ভূল আছে।
আবারো 1= - 1 প্রমাণ :
আরো একবার,
যাই হোক। এখন আপনাদের কাজ হলো ভূল খুজে বের করা।
ধন্যবাদ সবাইকে
শাওন সিকদার
যাই হোক আজকে আমরা দেখবো ১=-১ এর প্রমাণ।
হায় হায়... এটা কি বলে ১=-১ ও আবার হয় নাকি।
হ্যা হয় কিন্তু কিছু ভূল এর মাধ্যমে হয়। চলুন প্রমাণ করি ১= - ১। এবং যদি পারেন তাহলে ভূল খুজে বের করুন।
1 = - 1 এর প্রমাণ :
কি হা হয়ে গেলেন? হওয়ার ই কথা। এখন দেখুন কোথায় ভূল আছে।
আবারো 1= - 1 প্রমাণ :
আরো একবার,
যাই হোক। এখন আপনাদের কাজ হলো ভূল খুজে বের করা।
ধন্যবাদ সবাইকে
শাওন সিকদার
1=-1 প্রমাণ আমি খুব সহজেই করতে পারি।
ReplyDelete1=1
=>(1)^2=(-1)^2
.'. 1=-1
.
(-1)*(-1)=1 হয়। মুলত এই কারণেই 1=-1 প্রমাণ করা যায়।যত পদ্বতিতেই প্রমান করুন না কেন। এই বিষয়টা তার মাঝে বিদ্যমান।