মজার গণিত : একটি Book Club এবং ৬ জন সদস্য

গণিত মানুষকে ভাবতে শেখায়,  সৃজনশীল করে তুলে। চলুন একটু ভাবা যাক একটা সমস্যা নিয়ে
দেখি কেউ সমাধান করতে পারেন কিনা...

একটা book club এ  A,B,C,D,E,F নামের ৬ জন
সদস্য আছেন। জানুয়ারী মাসের Book club এর মিটিং এর সময় প্রত্যেকেই তাদের নিজেদের কেনা একটা করে বই নিয়ে আসলো।
১নং,  ২ নং করে করে ৬ নং বই যথাক্রমে A B C D E  এবং F এর।
প্রত্যেকেই নিজেদের আনা বই পড়ছিল।
B যে বইটি নিয়ে এসেছিল সেটা B ছাড়া অন্য কেউ পড়ে নাই।
E যে বইটি নিয়ে এসেছিল সেটা B E এবং অন্য একজন পড়েছিল।
তার নিজের বই সহ সবার নিয়ে যাওয়া বই থেকে ৪ টি বই পড়েছিল।
A যে বই নিয়ে গিয়েছিল সেটা A B এবং অন্য ২ জন পড়েছিল
C তার নিয়ে যাওয়া বই ছাড়া অন্য কোন বই পড়ে নাই
C এবং অন্য ৩ জন C এর নিয়ে যাওয়া বই পড়েছিল।
F ছাড়া অন্য ৪ জন ৬ নং বই পড়েছিল।
যদি D & E উভয়েই ১ নং বই পড়ে থাকে,
F ৪ টি বই পড়ছিল যেগুলো তারা নিয়ে গিয়েছিল (F এর নিয়ে যাওয়া বই সহ)

তাহলে F নিজের বই ছাড়া আর কোন বই গুলো (কত কত নং বইগুলো)  পড়বে????

চেষ্টা করতে থাকুন আশা করি পারবেন আর না
পারলে চিন্তা নাই সমাধান পরে দিয়ে দিবো..

ধন্যবাদ সবাইকে...........

0 comments: