আমরা অনেকেই হয়তো অনেক প্রমাণ দেখেছেন যেমন ১=২ বা ৪=৫
বা ৩=৫ কিন্তু দেখেছেন কি ১=০ এর প্রমাণ?
হ্যা আমরা জানি গণিতে ১=০ হয় না কিন্তু
রীমান সিরিজ থিওরেম ব্যবহার করে আমরা
সহজেই প্রমাণ করতে পারি ১=০
আমরা রীমান সিরিজ থিওরেম অনুযায়ী এমন
একটি অনন্ত ধারা নেই যেখানে শুধু পজিটিভ ১
ও নেগেটিভ ১ থাকবে।
যেমন S = 1 - 1 + 1 - 1 + 1 - 1+................ এভাবে একটি
ধারা নেই। এইবার এই ধারাটিকে নিজের ইচ্ছে
মতো নিম্নোক্ত ভাবে সাজাই
S = S
1-1+1-1+1-1+1-............... = 1-1+1-1+1-1+1................
1-(1-1)-(1-1)-(1-1) = (1-1)+(1-1)+(1-1)
1-0-0-0. = 0+0+0
1=0
অতএব প্রমাণিত হলো যে ১=০ :D
0 comments: