অনেক বিজ্ঞানীর অনেক বড় বড় আবিষ্কার
এর পিছনে রয়েছে অনেক মজার মজার কাহীনি
কিন্তু কখনো শুনেছেন কি টয়লেট এ বসে ঘন্টার
পর ঘন্টা চিন্তা করতে করতে কেউ একজন বিখ্যাত হতে পারেন?
মার্টিন লুথার (জন্ম: ১০ ই নভেম্বর
১৪৮৩, মৃত্যু: ১৮ই ফেব্রুয়ারি ১৫৪৬)ছিলেন একজন জার্মান ধর্মযাজক এবং ধর্মতত্ত্বেরঅধ্যাপক । তিনি ষোড়শ শতকে প্রটেস্ট্যান্ট ধর্মবিপ্লবের সূত্রপাত করেন। পাপ করে অর্থের বিনিময়ে
বিধাতার শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় - এই মতের তিনি কঠোর বিরোধিতা করেন।
হ্যা যদিও হাসি পাবে শুনলে তারপরও এটা সত্য
যে মার্টিন লুথারের কোষ্ঠকাঠিন্য রোগ ছিল যার কারণে যার কারণে ঘন্টার ঘন্টা শৌচাগাড় এ বসে
থাকতেন।
অনেক লেখক রা লেখেন যে তার এই বড় বড়
আইডিয়াগুলো এই ঘন্টার পর ঘন্টার শৌচাগাড়
এ বসে থাকার ফল..
নির্জনে টয়লেট এ বসে থাকতে না আর এই বড় বড় আইডিয়া গুলো বের করতেন...
উপদেশ :--- সো টয়লেট এ বসে ও জ্ঞান......
Search করুন..
0 comments: